poem-dingulo দিনগুলো বাবুল আনোয়ার দিনগুলো মাঝে মাঝে রাত হয়ে আসে হৃদয়ের আকাশ জুড়ে কষ্টের মেঘ যাপিত সময় জুড়ে শূণ্যতায় ভাসে ভোরের বাগানে নেই একটিও ফুল মাঠ জুড়ে সমাবেশ, কালো সব কাক দুপুরে যে ডাকলো আকসার বেগে বিকেলে সে বিষণ্ন সত্যি অবাক দূরে বসে বালিকারা মেঘ ছুঁতে চায় আকাশের নীল আভা মুখ টিপে হাসে নির্মোহ দহনে কাহনে ফিরে যায় তারা বেদনাকে অকারণ বড় ভালোবাসে। এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন
বেশ। ভালো লাগলো অপার বাংলার এ আয়োজন। শুভকামনা সব সময়। সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকল শুভেচ্ছা,।