গড্ডলিকা
মজিদ মাহমুদ
আমি সেই ভেড়াদের চিনি-
যারা আমার জন্মের সময় স্বর্গের উদ্যান থেকে এসেছিল নেমে
যাদের বাকানো শিং, ধূসর রোমের সাথে মিশে ছিল
অন্য এক পৃথিবীর গান
জলস্থলে অন্তরীক্ষে বিচরণ কালে তারা আমার নাম ধরে ডাকে
পৃথিবীর মায়েদের কাছেও তারা আমাকে ভাবে না নিরাপদ
গভীর ক্লান্তিতে মানুষের মায়েরা ঘুমিয়ে পড়লে
তারা ঘরে ফিরে আসে
শিথানের কাছে গাইতে থাকে ঘুম পাড়ানি গান
বলে, গুণে দেখ তোমার মাসিরা ঠিক আছে কিনা
জানি, এখনো অনাঘ্রাত তাদের উরুসন্ধি, পয়োধর
তাদের নৃত্যের তালে- অলোকানন্দা-
বেদনার গভীরতা জেগে ওঠে
তাদের প্রত্যেকের রয়েছে আলাদা নাম
যদিও পৃথিবীর মানুষ তাদের সংখ্যার আদলে চেনে
অথচ নামের থাকে না প্রয়োজন নিজের কাছে
এই নামহীন ভেড়িদের দুগ্ধপান রতিক্রিয়া শেষে
ফিরে যাই তাদের জগতে
জানতে ইচ্ছে করে আমি তবে কে
কে তবে এনেছে আমাকে
এই সব প্রশ্নের উত্তর খোঁজার জানি নেই প্রয়োজন
নেই দর্শন তত্ত্বের জটিলতা
শুধু জানি, এই সব ভেড়ার পাল, ভেড়িদের সাথে
রয়েছে গাঁথা আমার জন্মের মানে।
মজিদ মাহমুদ
আমি সেই ভেড়াদের চিনি-
যারা আমার জন্মের সময় স্বর্গের উদ্যান থেকে এসেছিল নেমে
যাদের বাকানো শিং, ধূসর রোমের সাথে মিশে ছিল
অন্য এক পৃথিবীর গান
জলস্থলে অন্তরীক্ষে বিচরণ কালে তারা আমার নাম ধরে ডাকে
পৃথিবীর মায়েদের কাছেও তারা আমাকে ভাবে না নিরাপদ
গভীর ক্লান্তিতে মানুষের মায়েরা ঘুমিয়ে পড়লে
তারা ঘরে ফিরে আসে
শিথানের কাছে গাইতে থাকে ঘুম পাড়ানি গান
বলে, গুণে দেখ তোমার মাসিরা ঠিক আছে কিনা
জানি, এখনো অনাঘ্রাত তাদের উরুসন্ধি, পয়োধর
তাদের নৃত্যের তালে- অলোকানন্দা-
বেদনার গভীরতা জেগে ওঠে
তাদের প্রত্যেকের রয়েছে আলাদা নাম
যদিও পৃথিবীর মানুষ তাদের সংখ্যার আদলে চেনে
অথচ নামের থাকে না প্রয়োজন নিজের কাছে
এই নামহীন ভেড়িদের দুগ্ধপান রতিক্রিয়া শেষে
ফিরে যাই তাদের জগতে
জানতে ইচ্ছে করে আমি তবে কে
কে তবে এনেছে আমাকে
এই সব প্রশ্নের উত্তর খোঁজার জানি নেই প্রয়োজন
নেই দর্শন তত্ত্বের জটিলতা
শুধু জানি, এই সব ভেড়ার পাল, ভেড়িদের সাথে
রয়েছে গাঁথা আমার জন্মের মানে।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন