হাতের একটা সুতো
বীথি চট্টোপাধ্যায়
রাখি বেঁধে দিল পরস্পরকে দরজায় কড়া নেড়ে
রবীন্দ্রনাথ হেঁটে চলেছেন গঙ্গাস্নান সেরে।
পথে নেমেছেন রবীন্দ্রনাথ, তাঁকে অপলকে দেখে
ভিক্ষুক এসে চাঁদা দিয়ে যান ভিক্ষাপাত্র থেকে।
বঙ্গভঙ্গ রোখার জন্যে সেই চাঁদা হাতে নিয়ে
রবীন্দ্রনাথ দাঁড়িয়েছিলেন বিহ্বল হয়ে গিয়ে।
পাথুরেঘাটায় রাখি পরালেন সহিস ভায়ের হাতে,
বাঙালি কখনও টুকরো হবেনা সামান্য জাতপাতে।
ভারতবর্ষ টুকরো হবেনা, কঠিন এখানে মাটি,
রবীন্দ্রনাথ বললেন চলো চিৎপুর ধরে হাঁটি।
চিৎপুরে ওই বড় মসজিদে মৌলবীদের হাতে
রবীন্দ্রনাথ রাখি বাঁধলেন, হলুদ আবির তাতে।
এই শহরের পথে নেমে কবি হাঁটতে থাকেন দ্রুত
বঙ্গভঙ্গ আটকে দিয়েছে হাতের একটা সুতো।
বীথি চট্টোপাধ্যায়
রাখি বেঁধে দিল পরস্পরকে দরজায় কড়া নেড়ে
রবীন্দ্রনাথ হেঁটে চলেছেন গঙ্গাস্নান সেরে।
পথে নেমেছেন রবীন্দ্রনাথ, তাঁকে অপলকে দেখে
ভিক্ষুক এসে চাঁদা দিয়ে যান ভিক্ষাপাত্র থেকে।
বঙ্গভঙ্গ রোখার জন্যে সেই চাঁদা হাতে নিয়ে
রবীন্দ্রনাথ দাঁড়িয়েছিলেন বিহ্বল হয়ে গিয়ে।
পাথুরেঘাটায় রাখি পরালেন সহিস ভায়ের হাতে,
বাঙালি কখনও টুকরো হবেনা সামান্য জাতপাতে।
ভারতবর্ষ টুকরো হবেনা, কঠিন এখানে মাটি,
রবীন্দ্রনাথ বললেন চলো চিৎপুর ধরে হাঁটি।
চিৎপুরে ওই বড় মসজিদে মৌলবীদের হাতে
রবীন্দ্রনাথ রাখি বাঁধলেন, হলুদ আবির তাতে।
এই শহরের পথে নেমে কবি হাঁটতে থাকেন দ্রুত
বঙ্গভঙ্গ আটকে দিয়েছে হাতের একটা সুতো।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন