poem-ichhetuku

ইচ্ছেটুকু
গোলাম কিবরিয়া পিনু

জীবন সবসময়ে একরকম যাবে না-
       মধুঋতু সবসময়ে থাকবে না!
প্রতারণা, ব্যর্থতা ও অবহেলা নিয়ে
       নিজের বাগানে- তবুও ফুটতে হবে,
হও তুমি ঝুমকোজবা, হও তুমি কাঠগোলাপ!

ধমক দেওয়া লোকেরা শুধু ধমক দেবে না
তিরস্কারও করবে!
       তোমার তেজ না থাকলে-
ব্যবহৃত তেজপাতা হয়ে পরিত্যজ্য হবে!
ধাড়ী লোকেরা ধাওয়া দিতে পারে
যদি তোমার নিজের ব্যাকরণ জ্ঞানটুকু না থাকে!

দিশেহারা হলে- আরও বিভ্রান্ত হবে- ধোঁকা খাবে
উড়কি ধানের মুড়কি মুখে তুলে দেবে না কেউ,
ধানি লঙ্কা দিয়ে মুড়ি খাবে কিংবা গুড় দিয়ে?
       সেই ইচ্ছেটুকু পূরণ হবে না।

যতক্ষণ বেঁচে আছো
       ততক্ষণ নড়াচড়া করো- হাঁটাচলা করো!
নিঃসাড় হয়ে পড়ে থাকলে-
হাজারিবাগের ঝাড়ুদার এসে
        ফেলে দেবে তোমাকেও!

 
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *