আমার গভীর ঘুম মধ্যরাতে হালকা হতে হতে
সহসা অনন্ত শূন্যে অন্ধকারে মিশে একাকার;
অপারেশনের পর আস্তে আস্তে যেন চোখ খুলে
আলো নয় তোমাকেই দেখি শুধু- তুমি কে? তোমাকে
আমার স্বপ্নের চেয়ে কেন জানি সমান উঁচুতে
রাখতে গিয়ে চোখে ভাসে তার শাদা মুখ, যার জন্য
হাজার জীবন ব্যাপ্ত দীর্ঘতর আয়ুর দোলনায়
কবি দুলে থাকতে চায়; কিন্তু তাকে কোথাও দেখি না।
তার মানে কী দাঁড়ালো– দু’দিনের মায়ার সার্কাসে
তুমি আমি এই আছি এই নেই; শেষ হাসি একা
যে বিজয়ী সেই হাসবে শুধু! তাকে খুঁজতে গিয়ে দেখি
জগতের সবচেয়ে বেশি খাঁটি ব্রাহ্মণ্য সত্যেই
সে আছে ঋষির ধ্যানে জ্যোতির্ময় বকের পোশাকে,
তার পায়ে মহাকাল বেঁধে রাখে ঈশ্বরের লাঠি।