সোহাগ সিদ্দিকী
আমিও জীবন দেখি-
দেখি জীবনের গায়ে ঝরে আছে জীবন পালক
দিনের গভীরে দেখি জীবনের নীল অন্ধকার
রাতের আঁধারে দেখি জীবনের সবুজ বাহার
দেখেছি জীবন খেয়ে বেঁচে থাকে কীভাবে জীবন
জীবন জীবাশ্মে দেখি শব্দচাষে কবি’র ভূবন
সবুজ জমিনে ফলে কবিতার অমিয় ফসল
সেখানে শব্দেরা আসে ভালোবাসে যে নিষিদ্ধ ফল
মুদিখানায় ফুরায় যে জীবন হিসাবের পা’য়
বিবর্ণ পাতার মতো পড়ে থাকে পথের ধুলায়!
ভূরির ওজনে যারা খুঁজে নেয় লাভের গণিত
হিসাবে মেলেনা তবু রাত দিন সুদাসল ভিত
হটকারী ঘূর্ণাবর্তে চাটুকার সময়ের দাস
আলো নেই মুক্তি নেই সবটুকু খায় মন বাঘে
তবে কোন সে জীবন বাজে আজ রাগ অনুরাগে
যে জীবন সাধু আর সাধনায় পথিকের পথ
জলের ধারায় সেই জীবনের চলো খুঁজি রথ
জলসচ্ছ সরোবর থেকে তুলি ঝিনুকের প্রাণ
বিষের বালিতে মুক্তো গেয়ে যায় আবুল হাসান।।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন