poem-kanfule-taar

কানফুলে তার মর্মছেঁড়া টান
অগ্নি রায়


বিকেলের মায়া আলো শহুরে দুষণ,
দাউ দাউ প্রেম ছিল কাজলে সম্মত,
ভুল পথে এসেছিলে যানজট জানে
মধ্যরাতে ফিরে গেলে, বিরহে ব্যহত।


ফিরে আসা বয়স জাগে যদি,
কানফুলে তার মর্মছেঁড়া টান,
হাতের পাতার সামান্য কারচুপি
সুরের কাছে থমকে ছিল গান।


স্বভাবে বেঁকেছে তার মোহন ছায়াটি
তাকেই ধরিত্রী ভেবে আলো করে ভুল,
এসব প্রাচীন কথা কাঁথা হয়ে থাকে
এক পশলা দুঃখে ভেজে, নক্সা অতল।



এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

1 thought on “poem-kanfule-taar

Leave a Reply to আবেদীন জয়নুল Cancel reply

Your email address will not be published. Required fields are marked *