poem-katha কথা স্মরণজিৎ চক্রবর্তী সুধাগন্ধ আমি প্রাণের অধিক লিখে রাখব লিখে রাখব ট্যারা নাপিত গাছ তলায় বসা জ্যোতিষ আর খৈনির তামাক কাটা হাত দেখব ট্রামের কন্ডাকটর, যাঁর হস্তমৈথুন ব্যতীত আনন্দ নেই কোনও বৌদির খিচুড়ির ভীড়ে মিশে দেখব ছাই ছাইয়ে ঢেকে আছে কী অমূল্য রতন এসব কথার কথা মাঝ বয়সে এমন হয় সব্বার অঞ্জলির জল টপটপ করে পড়ে যেন অশ্রু, স্বজন হারানো ব্যাথা নিজের মৃত্যুর পরে লিখে রাখা এপিটাফ সুধাগন্ধ তাই আমি প্রাণের অধিক লিখে রাখব দক্ষিণ কলকাতার রাস্তা আমার মধ্যে ঘুরে বেড়াবে যদি তুমি কোনদিন একবার সেই পথে… কন্ডাকটর সেদিন আর নিজেকে ছোঁবে না। ঘুমোবে শিশুর মতো। মাইরি বলছি, বিশ্বাস করো এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা এর সকল সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন