poem-katha

কথা
স্মরণজিৎ চক্রবর্তী


সুধাগন্ধ আমি প্রাণের অধিক লিখে রাখব
লিখে রাখব ট্যারা নাপিত
গাছ তলায় বসা জ্যোতিষ আর
খৈনির তামাক কাটা হাত
দেখব ট্রামের কন্ডাকটর, যাঁর হস্তমৈথুন ব্যতীত
আনন্দ নেই কোনও
বৌদির খিচুড়ির ভীড়ে মিশে দেখব
ছাই ছাইয়ে ঢেকে আছে কী অমূল্য রতন

এসব কথার কথা
মাঝ বয়সে এমন হয় সব্বার
অঞ্জলির জল টপটপ করে পড়ে
যেন অশ্রু, স্বজন হারানো ব্যাথা
নিজের মৃত্যুর পরে লিখে রাখা এপিটাফ

সুধাগন্ধ তাই আমি প্রাণের অধিক লিখে রাখব
দক্ষিণ কলকাতার রাস্তা আমার মধ্যে ঘুরে বেড়াবে
যদি তুমি কোনদিন একবার সেই পথে…

কন্ডাকটর সেদিন আর নিজেকে ছোঁবে না।
ঘুমোবে শিশুর মতো।
মাইরি বলছি, বিশ্বাস করো

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *