(উৎসর্গ: বনগ্রামের সন্তান, বাংলাভাষার তরুণ কবি দিব্যেন্দু ঘোষ)
প্রশংসা কখনো
কবির বিষয় নয়!
কবির বিষয় নিন্দা, অপমান, লাথি-ঝ্যাঁটা।
কথাটা বুঝতে হবে।
যেকোনো নিন্দাই কিছু না কিছু নিক্ষেপ!
যার মানে কেউ খুব তোমাকে খেয়াল করে।
ধরো সে-পাথর। কাজে দেবে।
তোমার তীব্রতা তুমি ঘষো-মাজো আরো!
অপমান আশীর্বাদ।
অপমান তোমার দু’চোখে
চুপিচুপি পৌঁছে দেয় গোপন ঝরনার জল…
পবিত্র স্নানের মতো কেঁদে ফেলতে পারো।
আর… আর… লাথি-ঝ্যাঁটা কী দেয় বলো তো? সহ্যশক্তি… বারবার ঘুরে দাঁড়াবার জোর…
পাল্টামার?
লিখে রাখো ভাষার ভেতর!
আবার বলছি শোনো—
প্রশংসা কখনো
কবির বিষয় নয়।
নিন্দা, অপমান আর লাথি-ঝ্যাঁটা শেষে
ঠোঁট মুছে ভোরবেলা উঠে এসো রোজ!
কবিতা কঠিন নয়…
কবিতা জীবন মাত্র…
যে বাঁচে, সে জানে
কবিতা আসলে কিন্তু
বেঁচে থাকবার মতো ক্রমশ সহজ…
শেষ দুলাইন তাৎপর্যপূর্ণ।সুন্দর লেখা।