কবিতার দিনরাত্রি

কবিতার দিনরাত্রি
বিভাস রায়চৌধুরী

(উৎসর্গ: বনগ্রামের সন্তান, বাংলাভাষার তরুণ কবি দিব্যেন্দু ঘোষ)
প্রশংসা কখনো কবির বিষয় নয়!

কবির বিষয় নিন্দা, অপমান, লাথি-ঝ্যাঁটা।

কথাটা বুঝতে হবে।

যেকোনো নিন্দাই কিছু না কিছু নিক্ষেপ!
যার মানে কেউ খুব তোমাকে খেয়াল করে।
ধরো সে-পাথর। কাজে দেবে।
তোমার তীব্রতা তুমি ঘষো-মাজো আরো!

অপমান আশীর্বাদ।
অপমান তোমার দু’চোখে
চুপিচুপি পৌঁছে দেয় গোপন ঝরনার জল…
পবিত্র স্নানের মতো কেঁদে ফেলতে পারো।

আর… আর… লাথি-ঝ্যাঁটা কী দেয় বলো তো? সহ্যশক্তি… বারবার ঘুরে দাঁড়াবার জোর…
পাল্টামার?
লিখে রাখো ভাষার ভেতর!

আবার বলছি শোনো—
প্রশংসা কখনো
কবির বিষয় নয়।
নিন্দা, অপমান আর লাথি-ঝ্যাঁটা শেষে
ঠোঁট মুছে ভোরবেলা উঠে এসো রোজ!

কবিতা কঠিন নয়…
কবিতা জীবন মাত্র…
যে বাঁচে, সে জানে
কবিতা আসলে কিন্তু
বেঁচে থাকবার মতো ক্রমশ সহজ…
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

1 thought on “কবিতার দিনরাত্রি

  1. শেষ দুলাইন তাৎপর্যপূর্ণ।সুন্দর লেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *