poem-leaflet

লিফলেট
মিলু শামস


একটি ঝকঝকে লিফলেট
হঠাৎ উড়ে আসে
আধখোলা গাড়ির জানালা দিয়ে-
অফিস ফিরতি বাড়ির পথ
ব্যাগ ট্যাগ সামলে
গুছিয়ে বসতেই
ওটা এসে লুটিয়ে পড়ে
পায়ের কাছে।
কুঁজো হয়ে তুলে
সামনে মেলে ধরতেই
সুসজ্জিত অক্ষরগুলো
লাফিয়ে ওঠে-
‘চেঞ্জ ইয়োরসেলফ’ শিরোনামে
লেখা- ‘আমাদের গ্রুমিং সেন্টারে আসুন
নিজেকে বদলে ফেলুন’
তারপর স্টার চিহ্ন দেয়া
নিজেকে বদলানোর কী ওয়ার্ডসমূহ।
নিজেকে বদলে ফেলার
এ ধরনের আহ্বান আজকাল খুব
শোনা ও দেখা যায় টিভিতে,
খবরের কাগজ, বিলবোর্ডে।

গত শতকের ষাট সত্তর আশি
এমনকি নব্বই দশকেও
শোনা যেত এক ধরনের বদলের কথা-
তখনও বাতাসে উড়ত লিফলেট-
পল্টন মোড়, জিরো পয়েন্ট, জিপিওর
সামনের রাস্তায়
উত্তোলিত, প্রতিবাদী হাত এবং
সমবেত স্লোগানের তালে।
সে সবে এমন ঝকঝকে ছাপায়
সুললিত অক্ষর বিন্যাস
ছিল অকল্পনীয়,
সস্তা নিউজ প্রিন্ট, সস্তা ছাপা ও কালি
মানুষগুলোর গায়ে সস্তা জামা কাপড়;
শুধু আকাঙ্খাটি ছিল দামী।
কালো অক্ষরের সরল ভাষায়
লেখা থাকত সে সবে
সম্মিলিত জীবন ও সমাজ বদলের কথা।

মাত্র ক’দশকের ব্যবধান-
পরিবর্তনের সংজ্ঞা কী ভয়ানক
বদলে গেছে,
এখন বদলানো মানে গ্রুমিং করে
চৌকস ও দক্ষ হওয়া
বদলানো মানে সমাজে বাস করে
ক্রমাগত বিচ্ছিন্ন হওয়া।
সমাজ বদলের প্রসঙ্গটি
কি আশ্চর্য ভাবে
আমাদের চোখের সামনেই
অচল পয়সার মতো
অবান্তর হয়ে পড়ে আছে!

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *