poem-majhraat

মাঝরাত
ঋজুরেখ চক্রবর্তী

জুবুথুবু শীতের মাঝরাতে
চৌরাস্তার মোড়ের ক্লান্ত ঢ্যাঙা আধবুড়ো হলদে আলোটার
মাথার উপরে এসে দাঁড়ায় ক্ষয়াটে আধভাঙা চাঁদ,
আর ঈশান কোনের অন্ধ বাড়িটার ভিতর থেকে
ভেসে আসে একটানা রুগ্ন ভায়োলিন —
অনিদ্রারোগে ভোগে পাখিরা
নিজেদের মধ্যে বাসা পাল্টাপাল্টি করে নেওয়ার ফাঁকে
এই পার্থিব বিপন্নতার দিকে তাকিয়ে পাখসাট থামিয়ে
বিধাতাকে ধন্যবাদ দেয় এই ভেবে যে
তাদের জীবনে বিষাদ আর অবসাদ
ক্রমে একাকার হয়ে যাচ্ছে কিনা তা নিয়ে
ভাবিত হওয়ার কোনও দায় তাদের নেই,
তাদের অনিদ্রা নেহাতই সাফল্য আর ব্যর্থতার ভয়কে
একইসঙ্গে জয় করতে পারার একান্ত গোপন পরিণতি।

পাখিরা যে স্বপ্নে উড়ান দেখে, গান গায় —
এই নৈশ নির্বানের অভিসার, সেও কি বিপন্নতা নয়?



এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

1 thought on “poem-majhraat

Leave a Reply to আবেদীন জয়নুল Cancel reply

Your email address will not be published. Required fields are marked *