poem-nari-1

নারী ১
মীনা গুহ


— কিছু ভুল হলে আমার কোনো দোষ নেই
তাই ছোট ছোট দোষ জমা হচ্ছিল আমার খাতায়

— আমি ঘরের দরজা খোলা রেখে
টা টা রোদ্দুরে বাইরে ঘুরে এলাম এই এক্ষুণি

— তাই বলে যে-কোনো সময় যে-কোনো ভাবে কি
খোলাচুলে বাইরে যাওয়া যায়!

— তাই তো বাইরে যাবো বলে লম্বা চুল খাটো করলাম
দেখে যেন মনে হয় আমিও হাওয়া-মান্য মানব সন্তান

— তাই ভাবি একদিন সাজাবো এ-সময়-যাপন
নারী ও পুরুষ পাশাপাশি- আগামী দিনের পৃথিবীতে।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *