poem-nodi-chumo-khay

নদী যখন নদীকে চুমো খায়
গোলাম কিবরিয়া পিনু


একটা নদী আর একটা নদীর কাছে
জল চাইতেই পারে,
নদীর সাথে নদীর মৈত্রী আছে বলেই
সে খরস্রোতা
    বহমান
           উত্তাল-ঊর্মিমুখর
                 ও হিন্দোলিত।

একটি নদীর উৎসধারা কোনখানে থাকে
নদী তা ভালো করেই জানে!
     নদীতে নদীতে স্বাভাবিক সখ্য!
নদীর হিংসে নেই–আকচাআকচি করে না
ঈর্ষাপরায়ণ তো নয়!
      হিংসালু হবে কীভাবে?
জলের ভেতর–হিংসার আগুন জ্বলতে পারে না!
হনুমান লাফাতে পারে না নদীতে
পঙ্গপাল ঝাঁপিয়ে পড়ে দখলও নিতে পারে না!

নদী এঁদোপুকুরও নয়–
নদীর জলপ্রবাহ নিয়ে
     তালপুকুরও হয় চনমনে!
নদীতে নদীতে মৈত্রী হলে
           জোয়ার ও দীপ্রগতি!
নদী যখন নদীকে চুমো খায়
তখন মাছেরা স্বচ্ছন্দ ও লাফায়
মাঝিরা মাঝপথে গিয়ে আরও প্রাণ পায়
      নিজেদের ভাটিয়ালি গান গায়!

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *