দীপান্বিতা রায়
পাতা ডোবা জলে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম অচেনা সিল্যুট,
ঢেউয়ের প্রান্তের সঙ্গে মিশে থাকা অস্পষ্ট অবয়বের আভাস
কটিতট পেরিয়ে জল যখন কোমরে পৌঁছল
স্পষ্ট হল চিবুকের ভাঁজ, বাম বাহুর জরুল, ভ্রূর ত্রিবলী,
বুকজলে দাঁড়িয়ে হাত বাড়িয়েছিলাম-
কানের লতি ছুঁতেই অনুভবে নিভন্ত আগুনের তাপ
ভুলে যাওয়া অশ্রুর ক্ষতমুখ থেকে চুঁইয়ে পড়া যন্ত্রণা,
ক্রমশ বাড়তে থাকা জল এবার ঢেকে দিচ্ছে গ্রীবামূল
ভিজে যাচ্ছে অযত্নে বেড়ে ওঠা চুলের গুছি
ঢেউয়ের ফেনার ছোঁয়ায় স্তনসন্ধিতে শিহরণ –
প্লাবনে ডুবতে ডুবতে হারিয়ে যাচ্ছে শেষ খড়-কুটো
নোনা জল ভেদ করে অনায়াস নৈঃশব্দ্যে ঢুকে পড়ছে
বাসায় ফিরতে থাকা পাখির ডানার আলো
স্নান সেরে ভেজা বালির চর পেরোনর সময়
উল্টে থাকা ঝিনুকের খোলায় ভরে দেব সেই আলোর মুক্তো
সমুদ্রগর্ভে প্রবালের দ্বীপে লুকিয়ে থাকবে ঝিনুক
তাকে খুঁজে নিতেই তো আমার নীল দরিয়ায় ফিরে ফিরে আসা
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন