রুদ্রশংকর
যদি প্ল্যানচেটে মৃত মানুষের সঙ্গে যোগাযোগ হত
প্রথমেই ডাকতাম হিটলার কিংবা লাদেনকে
জানতে চাইতাম কত গমে কত আটা হয়!
হয়ত তাতে ইতিহাসের কোন এক নিরামিষ আলো
মুখে মুখ ঘষে জ্বলে উঠত বইয়ের পাতায়।
ওদের দরজা-খোলা অনুতাপ ফুরালে
খুঁজে আনতাম সেই মানুষটাকে,
যে তার কাঁচা মস্তিষ্কে কল্পনা করেছিল
পৃথিবীর বাইরে স্বর্গ, নরক নামে দুটো মহানগর আছে।
যদি প্ল্যানচেটে মৃত মানুষের সঙ্গে যোগাযোগ হত
ইচ্ছে করত গ্যালিলিওকে ডাকি,
কাঁপা কাঁপা ঠোঁটে
ডারউইন, কোপার্নিকাস, আইনস্টাইন আসুক সামনে
তাদের দ্যাখাই কতগুলো সীমানা আছে মানুষের!
কতগুলো সীমানা ভাঙলে উজ্জ্বল মানুষ বলা যায়!
মাঝে মাঝে মনে হয় আগের চেয়ে কঠিন হয়েছে সত্য
অনেকদিন হল গল্পে গাছে ওঠেনি শৌখিন গরু
সেই থেকে সবাই খুব প্রতীক্ষায় আছে
আমি কিছুতেই মেলাতে পারি না আত্মার বহুমুখী কল্পনা
মাথার এই অস্থিরতা আমি কার কাছে বলি!
মৃতরা আকাশের কেউ নয়,
প্রিয় আত্মা হয়ে ফিরে আসে না কখনো।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন
চমৎকার
খুব সুন্দর কবিতা। কবিতার মধ্যে দিয়ে কবিতার বিষয়বস্তু টাকে খুব সুন্দর করে এগিয়ে নিয়ে গেছো। বেশ অভিনব প্রকাশ ভঙ্গি। ভালো লাগলো।
পড়ে ভালো লাগলো। মুগ্ধতা রেখে গেলাম।