poem-roudrapat

রৌদ্রপাত
শামীম আজাদ


মনে ও মগজে আজ
সোনার ময়না রৌদ হচ্ছে
অন্ত্রে অন্ত্রে
রোমের অঙ্গনে অঙ্গনে
বীজ বুনে যাচ্ছে রোদ
মরিচ বাতির জ্বালা নিয়ে
আমি এক প্রখর গাছ গজাচ্ছি।

এমন দূর্দান্ত বোধ করিনি কতদিন…
রৌদ্র আর আমার হৃদয়পিন্ড
এভাবে একসাথে পাবে বসেনি কত দশক!
কতকাল যে তারা গোলাপ-গেলাস না পেয়ে
একা একা রোজা ও রোদে
শুধু বিশুষ্কই থেকেছে,
এক হতে পারেনি!

আমি রোদেলাগাছ হতে হতে
এইসব বিচিত্র ব্যাখ্যা ভাবি।

এ দু’জোড়া ঠোঁট
কী করে পেলো এই পায়রার মন
কেন বা পালিয়ে ছিলো,
কার সাথে শুয়েছিলো সেই সারাক্ষণ?

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

1 thought on “poem-roudrapat

Leave a Reply to ইউসুফ মুহম্মদ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *