যেকোনও উক্তির মধ্যে দৃশ্য থাকে, পরিবেশ থাকে।
থাকে সেই মুহূর্তের প্রত্যক্ষ ও দান।
অনেকদিন পরে কোনও কথা ফিরে এলে
অনুষঙ্গে সেই দৃশ্য, সেই পরিবেশ,
সেই ঘর, পরিজন, সেই বিবেচনা
মুহূর্তে উদ্ধৃত হয়, কখনও কখনও
অতিরিক্ত সেই অনুষঙ্গই দ্রষ্টব্য হয়ে ওঠে।
তখন প্রচ্ছদ নয়, অন্তর্গত অতীতের পাতা
নতুন, নতুনতর অর্থের অক্ষরে ধরা পড়ে।