poem-selai-kora-sansar সেলাই করা সংসারে বদরুজ্জামান আলমগীর মেটে রঙের বাইরে ফাটা বিচ্ছুরণে কোথায় কী রঙ দূর নক্ষত্র ধোঁয়া ধোঁয়া, আগুন না জ্বলা উনুনের বুক নিথর, অনাদি কালের মেঘলা ছায়া ছায়া অপু খয়েরি, খয়েরি দুর্গার জোড়া ভৈরবী চোখ রবিশঙ্করের প্রাণমোচর সেতারে ফোটে মেঘবতী টঙ্কার মরচেপড়া জলের রেখায় ওপারে ছানিপড়া ঘন্টাধ্বনি বেড়ার পাশে একলা তুলসিগাছের মাথায় মায়ার ছিটা দুর্গার বয়ঃসন্ধি দোটানায় দোলে পথের পাঁচালী সংসার স্বপ্নের একফোঁটা আগুন নির্বিকার তামাকপাতায় জ্বলে শীতের সমুখে ছেঁড়া কাঁথায় সেলাই তুলবে বলে ইন্দির ঠাকুরুন সুই ছিদ্রে যেই না সুতোটি পার করে ছলকে ওঠা হাসির বিভায় আমাদের বসন্তকাল আসে।। এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন