poem-selai-kora-sansar

সেলাই করা সংসারে
বদরুজ্জামান আলমগীর

মেটে রঙের বাইরে ফাটা বিচ্ছুরণে কোথায় কী রঙ
দূর নক্ষত্র ধোঁয়া ধোঁয়া, আগুন না জ্বলা উনুনের
বুক নিথর, অনাদি কালের মেঘলা ছায়া ছায়া

অপু খয়েরি, খয়েরি দুর্গার জোড়া ভৈরবী চোখ
রবিশঙ্করের প্রাণমোচর সেতারে ফোটে মেঘবতী টঙ্কার
মরচেপড়া জলের রেখায় ওপারে ছানিপড়া ঘন্টাধ্বনি

বেড়ার পাশে একলা তুলসিগাছের মাথায় মায়ার ছিটা
দুর্গার বয়ঃসন্ধি দোটানায় দোলে পথের পাঁচালী সংসার
স্বপ্নের একফোঁটা আগুন নির্বিকার তামাকপাতায় জ্বলে

শীতের সমুখে ছেঁড়া কাঁথায় সেলাই তুলবে বলে
ইন্দির ঠাকুরুন সুই ছিদ্রে যেই না সুতোটি পার করে
ছলকে ওঠা হাসির বিভায় আমাদের বসন্তকাল আসে।।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *