poem-sinri

সিঁড়ি
সব্যসাচী সরকার

সিঁড়ি দিয়ে যে উঠে আসছিল
আর যে নেমে যাচ্ছিল,
তাদের বড্ড তাড়া।
কেউ কেউ লিফ্ট নিয়েছিল,
তারা সব কেষ্টবিষ্টু,
তাদের দরজা খোলে,
চিচিং ফাঁকের মতো,
হু-উ-স করে।
বাকিরা চায়ের কাপ,
ঠাণ্ডা সিঙারা।
বিশিষ্ট গ্রহ-তারা
মন্চের কাছে,
নানা রঙ আলোকের ছটা,
হাততালি পড়ে
বাকিটুকু ফিসফাস,
এ ঘরে, সে ঘরে।
চাঁদমারি একটাই,
কানামাছি ভোঁ ভোঁ
রণে-বনে-জঙ্গলে
যাকে পাবি তাকে ছোঁ!

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *