poem-songborton

সংবর্তন
খাতুনে জান্নাত

১.
নিজস্ব ভুগোল ছেড়ে তোমার জ্যামিতিতে ঢুকে পড়েছি কবেই
ত্রিকোনমিতির অলকানন্দা পাঠ তোলা থাক সময়ের হাতলে।

২.
রাতের গভীরতা মাপার জন্য সম্পর্কের উপমাই যথেষ্ট।

৩.
সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি দেখে তোমার আমার বিবশতার স্ন্যাপশট ভেসে উঠলে কে ধরিয়ে দেবে হাইফেন চিহ্ন কোথায় বসবে?

৪.
সংসারের চিত্রকল্পগুলো
ঝড়ো অরণ্যে বৃক্ষের মতো ডানা ঝাপটায়।

৫.
প্রেম এক উড়নি পাখির নাম …
পরিযায়ী পদচিহ্নে উৎপ্রেক্ষা ঠিকানাবিহীন…

৬.
এলোকেশী ঢাক ডুমডুম নৃত্যে লণ্ডভণ্ড করে প্রকৃতিশ্বর প্রশান্ত হলো;
নূপুরের আর্তনাদ এখনো বাজছে সাগরতটে…

৭.
শব্দের অঙ্গে নিঃশব্দের অঙ্গ জড়িয়ে মায়া কাটালে
বুনো অনুপমসহ পথ হারিয়ে ফেলল অলঙ্কারের নিবেদন…

৮.
ভালোবাসা অঙ্গে সজ্জিত তরঙ্গ
মিথ ও মিথস্ক্রিয়ার পরম বোধনে
তুমি হাসো, ডুবো, ভাসো অস্ফুট রোধনে…

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *