হিন্দোল ভট্টাচার্য
ভেসে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই, একথা তোমায় বলবো বলবো করেও বলা হয়নি। আজ বলি, মাটিও ভাসায়, জল, বায়ু আর অন্ধকারের মতো। টের পাও না। কালাচের ছোবল যেমন…এ পৃথিবী মাতৃপ্রতীমার মতো ভেসে যায় মহাকাশে, মাটি ভাসে, পাথর ভাসে, ধানক্ষেত ভাসে।
এতো অন্ধকার আর ভালো লাগে না, বিশ্বাস করো। খালের জল গড়িয়ে আসে ধানক্ষেতে, আমি দেখেছি। সজনিপাড়ার মোড়ে নবান্নের উৎসব হয়। তাড়ি খেতে খেতে মাদল বাজায় মাথায় ফেট্টি বাঁধা অচেনা কয়েকটি ছেলে। তাদের নাম জানে না ভারতবর্ষ।
ওরা মাটি চেনে। জানে, মাটিও একজায়গায় পড়ে থাকে না কখনও। তারও টান আছে, ঢেউ আছে, ঘাম হয়। বুক ধড়ফড় করে তারও।
তোমায় বলবো বলবো করেও বলা হয়নি এইসব কোনও প্ৰেমের কবিতায় লেখা হবে না কখনও।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন