সুমন পাটারী
সাপ অধ্যুষিত একটি দ্বীপের নাম সুমন
যেখানে কোনো অটো অথবা বাস যায় না,
সে দ্বীপে একটি ঘরের নাম সুমন
যে ঘরে দানা কলসী কিছুই নেই।
সুমন একটি অরণ্যের নাম বলেও শোনা যায়
সে পথে গেলে ঘাড় মটকে দিতে পারে ভূতেরও,
এমনও শোনা যায় তাড়ি পাগল সে
পাখি মেরে শাল পাতায় রেঁধে খায়।
কেউ কেউ এটাও বলবেন জুয়াড়ি সে
রাত বিরাতে ঘরের ভিতর জুয়া খেলে
মৃত কবিরা তাসের ঘরে আসর বসায়
সুমন, এক অভিশপ্ত নগর
প্রেতাত্মাদের সাথে নিয়ে ঘুরে বেড়ায়
এবং কি সব কথা বলে তাদের সাথেই
সুমন একটি পথের নাম
যে পথের কোনো গন্তব্য নেই
সুমন একজন আছে, পোকা-মাকড় ধরে খায়
যার সাথে মানুষ থাকতে পারেনি কখনো
দুআঙুলে ধরে খেয়ে ফেলবে তোমারও জীবন।
তাকে কুয়ায় ফেলে রেখে
অশ্রু ও শাক দিয়ে ঢেকে রাখো।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন