তর্ক
বিমল গুহ
১ম জন- গণতন্ত্র মানে কি সর্বজনবাদ; গণমানুষের কণ্ঠস্বর?
২য় জন- গণতন্ত্র প্রজ্ঞাবান মানুষের সুর- শুভবার্তা
নির্বাচিত জনগণবাদ।
১ম জন- গণতন্ত্র সর্বকণ্ঠধ্বনির প্রকাশ কি নয়?
২য় জন- গণতন্ত্রে সুনির্দিষ্ট সংজ্ঞা নেই কোনো
অঞ্চল অঞ্চল ভেদে, বোধি ভেদে সংজ্ঞা ভিন্নতর।
কোথাও তা বরিষণে ঝুমভেজা মাটি, দুর্বাদল উঁকি,
উজানের কই- দলবেঁধে জলের বাইরে উঠে আসা
গড্ডালিকা স্রোত, সম্মিলিত পা-
তাকে কি গণতন্ত্র বলি!
আত্মবোধ ব্যতীত কোনো উচ্চারণ কার্যকর গণতন্ত্র নয়!
১ম জন- আমরা তাহলে কেনো গণতন্ত্র সম্মিলিত কণ্ঠস্বর বুঝি?
২য় জন- প্রকৃত গণতন্ত্র সুবোধ চিন্তার প্রতিধ্বনি
আত্মবোধে উজ্জীবিত জনমুখী স্রোতধারা কলকল ঢেউ।
বিমল গুহ
১ম জন- গণতন্ত্র মানে কি সর্বজনবাদ; গণমানুষের কণ্ঠস্বর?
২য় জন- গণতন্ত্র প্রজ্ঞাবান মানুষের সুর- শুভবার্তা
নির্বাচিত জনগণবাদ।
১ম জন- গণতন্ত্র সর্বকণ্ঠধ্বনির প্রকাশ কি নয়?
২য় জন- গণতন্ত্রে সুনির্দিষ্ট সংজ্ঞা নেই কোনো
অঞ্চল অঞ্চল ভেদে, বোধি ভেদে সংজ্ঞা ভিন্নতর।
কোথাও তা বরিষণে ঝুমভেজা মাটি, দুর্বাদল উঁকি,
উজানের কই- দলবেঁধে জলের বাইরে উঠে আসা
গড্ডালিকা স্রোত, সম্মিলিত পা-
তাকে কি গণতন্ত্র বলি!
আত্মবোধ ব্যতীত কোনো উচ্চারণ কার্যকর গণতন্ত্র নয়!
১ম জন- আমরা তাহলে কেনো গণতন্ত্র সম্মিলিত কণ্ঠস্বর বুঝি?
২য় জন- প্রকৃত গণতন্ত্র সুবোধ চিন্তার প্রতিধ্বনি
আত্মবোধে উজ্জীবিত জনমুখী স্রোতধারা কলকল ঢেউ।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন