poem-utsaber-din

উৎসবের দিন
উপাসনা সরকার

(১)
সকাল

কাগজ খোলার আগেই উল্টে পাল্টে দেখে নেব ফোন
কেউ কি লিখেছে কিছু
বার্তা দিয়েছে অর্থবহ?

বন্ধুর মৃত্যুর খবর পাব
বলেছিল ” কবে দেখা হবে?”
বলেছি ” হবে,হবে”

কানে বাজছে গান
কানে বাজছে কাকে যে কীসব কথা দিয়ে রেখেছি
চলে যাবার আগে সে সব,সব কিছু দিয়ে যাব?

(২)
দুপুর

এদিকে মাঠ সরগরম
ওদিকে চিল চিৎকার
রিলে রেস আর মিউজিক্যাল চেয়ার
এখন শোক ঢাকা থাক মেয়েদের আনন্দে
“ফাগুনের মোহনায়” নেচে চলেছে একগুচ্ছ লাল গোলাপি মেয়ে
খুঁজে খুঁজে আরো নাচের গান বাজাব
কথা বলে বলে হাসাব সবাইকে
দুটো চারটে মানুষকে ভাল রাখা
সেও তো কম কথা নয়।

(৩)
বিকেল

মেয়ের জ্বরে পুড়ছে কপাল
বাড়িতে বাবা আর মেয়ে
সময় বরাদ্দ চার মিনিট
পড়ে নেব নির্ধারিত কবিতা
দিনান্তের হাবিজাবি লেখা

দৌড়াব ঊর্ধ্বশ্বাসে
নিজেকে প্রশ্ন করব
“বল বল,কোনটা প্রায়োরিটি সাজিয়ে ফেল
১,২,৩,৪ লেখ লেখ… পরপর”

মেট্রো, অটো আর বাস
সক্কলকে সরিয়ে সরিয়ে বাড়ি ফেরার তাড়া
উৎসব পেছনে পড়ে থাক।

(৪)
রাত

ঘর সংসার সরিয়ে কবিতা লেখা সাজে না
ধম্মে সইবে না
পারি না
লোকে ঠাট্টা করে
বলে,” এই দ্যাখো পালালো,,ধর ধর”
কালোজিরার কৌটো থেকে পোস্তর কুচি কুচি দানা
সর্বত্র কবিতা ছড়িয়ে লন্ডভন্ড করি

এখন কি কচি খুকিটি নাকি যে মা বলবে

“ওসব সরিয়ে কবিতা লিখতে বোস। ফাঁকি দিস না।”

 
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *