সাইফুল্লাহ মাহমুদ দুলাল
বাঁ-হাতি ভারতীয় মেয়েটি কাঁদছিলো-
কিছুটা বেদনার মতো সুন্দর।
*
আমি ভাবছি- মানুষের তিন হাত
ডানহাত, বামহাত এবং অজুহাত,
ডান হাতের চুলকালে টাকা আসে আর বাম তালু চুলকালে উল্টো।
*
এলোমেলো ভাবছি, বা দিক থেকে বা-হাতিদের আরবি লেখা কি সহজ?
বামপন্থী নাস্তিকেরা এখন মেমন-ইনুর মতো
হাজী, নামাজি এবং পাজি।
যারা ছিলো ডানহাত; তারা এখন নানা
অজুহাতে হস্তরেখাবিদ।
ভাবছি- হাতের প্যাঁচ আর হাতের পাঁচ,
সেনাবাহিনীর লেফট-রাইট-লেফট,
ছক্কার পর উড়ন্ত বল লুফে ধরলো সাকিব আল হাসান।
*
মেয়েটি কাঁদছে।
গ্রন্থিত সমস্যা সমুহ মাকড়সার জাল:
প্রথমত: দরজা খোলা, দ্বিতীয়ত: গাড়ি চালানো, তৃতীয়ত: লেখালেখি, চতুর্থত: গিটার বাজানো, পঞ্চমত: বিপরীত ভাবনা এবং আরো অনেক।
সেজন্য ১৩ আগস্ট।
*
মেয়েটি কাঁদছে, সার্বজনীন বেদনার মতো
তাই তার জন্য সামান্য ক’টি শব্দ, সামান্য স্বান্ত্বনা:
লেডিস অলওয়েজ রাইট!
ক্যাঙ্গারুরা বাঁ-হাতি,
এবং তুমি।
তুমিও হতে পারো এঞ্জেলিনা জোলি।
*
লিওনার্দো দা ভিঞ্চি আঁকতে পারে তোমার সৌন্দর্য
তুমি হতে পারো বিল গেটসের
গার্ল ফ্রেন্ড; রক্ষিতা নয়।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন