উপেক্ষা সয়েছি কত, সময়ের হিসেবই তো নেই
ঘটি ডূবে যায় জলে, সে ঘটিকা পূর্ণ পূর্ণ হয়
দিন যায়, মাস যায়, চলে যায় বছর বছর
আগুন নেভে না কেন ? এত পোড়া, জানাজানি হয়
ভাত পুড়ে যায় খালি, পোড়ে ডাল, আফিমের নেশা
মনের চামড়া পোড়ে, সে অলীক, তবু ডাকনাম
উপেক্ষাকে মন্ত্র ভেবে, অবজ্ঞার মালা
গলায় পরেছি দেখো , এইবার দাও অপমান
আর তর্ক করব না, আর যুক্তি সাজাবো না আমি
এসো, হাত ধরো, মেনে নাও