যে পথ ধরে চলে গেছ তুমি, যে পথ একদিন কেঁপে উঠেছিল অনেক জলোচ্ছ্বাস, আর ভূকম্পনে,
রাতজাগা নক্ষত্ররা যে পথে নির্নিমেষ চেয়ে থাকত, আর প্রত্যক্ষ করত
তোমার-আমার লাবন্যবন্ধনী বৈভব, সেই পথকে প্রত্যাশা করি না আর,
তুমি বলতে, এই পথের দুপাশে একদিন বসত গড়ব আমরা, সবুজে সবুজ, ধান আর ধান, আলপথ জুড়ে দিগন্তপ্রসারী নরম ঘাসের আস্তরণ…
আঁধারের গা বেয়ে উঠে আসত তোমার সরল উচ্চকিত স্বর
#
আজ দুর্ঘটনাগ্রস্ত পথটি রাস্তার মতোই পড়ে থাকে এলোমেলো,
ধুলোর আঘাতে ভারী হতে হতে
সে খুঁজে নেয় মৃত্যুসম ঘুম
#
শুকিয়ে যাওয়া শেষ অশ্রুবিন্দুর মতোই কেউ বৃষ্টি ঝরায় না এপথে আর