poem-bon

বন-সুন্দরের পালা
সৌম্য সালেক


বনকোকিল বনমালী আর কানাকোয়ো পাখিদের সাথে
ঝোঁপের আড়ে আড়ে
ওরা গান গায় বনের চুপকথায়
সেই সুরে বৃষ্টি ঝরে মোহনায়…

কাছে দূরে কে আছে বা নেই কেউ
কোথায় সরছে ছায়া, কোথায়-বা কোলাহল
ওদের চলায় নেই ছেদ
কেবল রাত্রি এলে দীপাধার হাতে
সঙ্গ দেবে পুত্ররা, ওদের এইটুকু চাওয়া ।

প্রাণের জোয়ারে ওরা দাঁড় ফেলে– ছুটে চলে
শ্বাসমূল, বাইন, বেত, কেওড়ার-ঝাড় পেরিয়ে
আরও কোনও দূরবনে–
নির্মল-নির্জনে
যেখানে অচিন পাখিরা গায় অপরূপ শাখে শাখে…

গোলপাতা সুন্দরীর ছনে–
গৃহকোনে
ধীবর, মৌয়াল, ঘরামীর আদিবাস
কবে কোন আতুর-অতীতে–
জাল-নৌকা-কাস্তে লয়ে ওদের যাত্রা শুরু বনে
তার কোনও বিবরণ লেখা নেই নগরের পুস্তকে
ভাবি-ইতিহাসে কেবল কীর্তি নয়, রাজনীতি নয়
লেখা হোক মানুষের কথা–
যারা মধু আহরণে, যারা মৎস আনে–
জলে ভেসে জাগায় জীবন।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *