তানিয়া চক্রবর্তী
যে ভুল ভুলের বাইরে এসে
বাগানে এসে জন্মাল
আমি তাকে জল ভেবে ছুঁয়েছি
আমি তাকে বোতলে বন্দী করে
অনামিকা ধরে কেঁদেছি
সে যুবক, সে পুরুষ
সে মানুষ কতটা বুঝিনি!!
ফুলের মৃত্যুতে এখন
দরজায় ছবি এঁকে শেখাই
চুপ করো, চুপ করাও আমায়
ঠোঁটের মধ্যভাগে আঙুলের আলো রেখে
চেপে ধরো হাত…
অশ্রু পড়ার আগে তাকে তালুতে নাও
এভাবে যদি বিরতিতে এসে ধরো হাত
তবে তুমি গাছ তো নও কোনো….
এখন নাক বন্ধ করে
হাঁ- মুখে বাতাস নিয়েছি সজোরে
যদি চলে যাও ,যাও চলে….
পথের দু’ধারে বনফুল থাকে
তাদেরই তুলে নেব বুকের দ্রোণিতে
এসব লুকোচুরি সময়ের বদনাম…
এসো, হাতে রাখি হাত,
কিম্বা শেকলের মতো হাত
করজোড়ে বিদায়ে সাজাই….
আকাশে এত মেঘের পরে
আলোফুল মালার মতো জমেছে….
এসো তাকে বোতল খুলে
জলের বুকে পচন ধরে মরতে দিই..
অনেকটা বাঁচার পর আমাদের একটি
আলোকবর্তিকা লাগে….
মৃত্যুর মতো আলোকিত…
পচনের সমতালে নবজন্মের মতো তীব্র ….
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন