poem-golpo-guchha-2022 কবিতাগুচ্ছ রনি অধিকারী রাতের ঈশ্বর সেই অতন্দ্র প্রহরী রাত্রির আকাশ হাসে শূন্যতার মাঝে যাজক সীমানা ঠেলে অনর্গল চলি… বিভ্রমে বিনষ্ট চলে নির্মম ঘাতক অনুভবগুলো যেন জলের জাতক। অভিশাপে পুড়ে যায় বিচূর্ণ বিশ্বাস অনিষ্ট সাধনে কোন বদ্ধপরিকর… রাতের ঈশ্বর সেই অতন্দ্র প্রহরী অবাধে বন্দনা ক’রে অভুক্ত পূজারী। শব্দের মিছিল শব্দের ভেতরে রাখা বোধের আকাশে মেঘের ইশারা বুঝে ফিক্ ফিক্ হাসে। জলপরী মেখে দেয় কাব্যলক্ষ্মী মন ছন্দের ছায়ার তলে ঘুমায় স্বপন। স্বপ্নেরা উড়ছে দেখ রোদ পোড়া গ্রামে পঙক্তি তো ঢেকে রাখি যাযাবর মনে! আগুন্তুক জ্যোৎস্না এসে রাত্রি নিয়ে যায় শব্দেরা মিছিল করে বোধের খাতায়। এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন