poem-golpo-guchha-2022

কবিতাগুচ্ছ
রনি অধিকারী


রাতের ঈশ্বর সেই অতন্দ্র প্রহরী

রাত্রির আকাশ হাসে শূন্যতার মাঝে
যাজক সীমানা ঠেলে অনর্গল চলি…
বিভ্রমে বিনষ্ট চলে নির্মম ঘাতক
অনুভবগুলো যেন জলের জাতক।

অভিশাপে পুড়ে যায় বিচূর্ণ বিশ্বাস
অনিষ্ট সাধনে কোন বদ্ধপরিকর…
রাতের ঈশ্বর সেই অতন্দ্র প্রহরী
অবাধে বন্দনা ক’রে অভুক্ত পূজারী।


শব্দের মিছিল

শব্দের ভেতরে রাখা বোধের আকাশে
মেঘের ইশারা বুঝে ফিক্ ফিক্ হাসে।
জলপরী মেখে দেয় কাব্যলক্ষ্মী মন
ছন্দের ছায়ার তলে ঘুমায় স্বপন।

স্বপ্নেরা উড়ছে দেখ রোদ পোড়া গ্রামে
পঙক্তি তো ঢেকে রাখি যাযাবর মনে!
আগুন্তুক জ্যোৎস্না এসে রাত্রি নিয়ে যায়
শব্দেরা মিছিল করে বোধের খাতায়।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *