poem-shahare শহরে স্মরণজিৎ চক্রবর্তী আমার শহর জুড়ে বকুল ফুলের দিন ফোটে কারা জানি ভয় পেয়ে মাঝরাতে ঘুম ভেঙে ওঠে কারা জানি বলে যায় আজ থেকে সবকিছু ভুল দোকানে দোকানে শুধু পাওয়া যাবে মাটির পুতুল পাওয়া যাবে হে শ্রাবণ তোমার গানের নিচু ভোর চাঁদের অবাক মুখে চেয়ে চেয়ে একাকী চকোর ভুলে যাবে একদিন তার ছিল ধান মাটি জল ঘরে ছিল আমপাতা মনে ছিল সুখী কোলাহল এখন শহর জুড়ে ভাঙা বকুলের একা দিন তুমি আছো, সেইটুকু এ জীবনে আমাদের ঋণ বাদবাকি মনমরা, নীল রঙ মুছলো আকাশে সারাদিন এ শহরে কী করে যে মেঘ করে আসে! মেঘের অনেক নীচে এ জীবন আজ যারা কিনি তাদের সবার মুখ আয়নার মতো ঠিক চিনি দুখী শহরের লোক যাই লিখি তাই আজ ভুল! তুমি আছো তাই আজও এ শহরে ফুটেছে বকুল এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন
অপূর্ব কবিতা।