poem-shahare

শহরে
স্মরণজিৎ চক্রবর্তী


আমার শহর জুড়ে বকুল ফুলের দিন ফোটে
কারা জানি ভয় পেয়ে মাঝরাতে ঘুম ভেঙে ওঠে

কারা জানি বলে যায় আজ থেকে সবকিছু ভুল
দোকানে দোকানে শুধু পাওয়া যাবে মাটির পুতুল

পাওয়া যাবে হে শ্রাবণ তোমার গানের নিচু ভোর
চাঁদের অবাক মুখে চেয়ে চেয়ে একাকী চকোর

ভুলে যাবে একদিন তার ছিল ধান মাটি জল
ঘরে ছিল আমপাতা মনে ছিল সুখী কোলাহল

এখন শহর জুড়ে ভাঙা বকুলের একা দিন
তুমি আছো, সেইটুকু এ জীবনে আমাদের ঋণ

বাদবাকি মনমরা, নীল রঙ মুছলো আকাশে
সারাদিন এ শহরে কী করে যে মেঘ করে আসে!

মেঘের অনেক নীচে এ জীবন আজ যারা কিনি
তাদের সবার মুখ আয়নার মতো ঠিক চিনি

দুখী শহরের লোক যাই লিখি তাই আজ ভুল!
তুমি আছো তাই আজও এ শহরে ফুটেছে বকুল

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

1 thought on “poem-shahare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *