poem-shoibalini শৈবলিনী গোলাম কিবরিয়া পিনু শৈবলিনী– তোমার কাকচক্ষুর মতন নির্মল জল জলবিহারে এসে খুঁজি –জলমগ্ন হই। আমি তো দূরের দরিয়ার কাছে যেতে পারবো না– তোমারই কাছে ফিরে ফিরে আসি। বালুবেলা– তটপথ পার হয়ে আসি। তোমারই কুললগ্ন আমি তোমারই জলকল্লোল চিনি তোমারই তরঙ্গতাড়নে তরঙ্গায়িত হই। জলকাদা মেখে আসি বর্ষাভেজা হয়ে আসি কালিঝুলি অবস্থা থাকে না! এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন