poem-udhao

উধাও
মীনা গুহ


মানুষের পরিবর্তন কেবল শরীরের নয়
মনেও তার আগে এসে ছাপ পড়ে
আবছায়া সরে গেলে পড়ে থাকে ধূলি-আস্তরণ
সেটুকওু মুছে গেলে কিছুই থাকে না

কথাদের ভীড় নেই আজ
শব্দেরা পৃষ্ঠা জুড়ে অভিমানী হয়
ক্রমাগত এসএমএস কোল জুড়ে বসে
এ কোন অভিমানী সময় মগজের কোষে কোষে
বিলি কাটে
কান পেতে শুনি আজ বর্ণমালারা
শোকার্ত সুর তুলে পৃষ্ঠা থেকে উধাও
দেখো, চেয়ে দেখো মন
সময়ের পরিবর্তন মানুষকে কীভাবে বদলায়।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *