poem-upekkha

উপেক্ষা
সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়


উপেক্ষা সয়েছি কত, সময়ের হিসেবই তো নেই
ঘটি ডূবে যায় জলে, সে ঘটিকা পূর্ণ পূর্ণ হয়
দিন যায়, মাস যায়, চলে যায় বছর বছর
আগুন নেভে না কেন ? এত পোড়া, জানাজানি হয়
ভাত পুড়ে যায় খালি, পোড়ে ডাল, আফিমের নেশা
মনের চামড়া পোড়ে, সে অলীক, তবু ডাকনাম
উপেক্ষাকে মন্ত্র ভেবে, অবজ্ঞার মালা
গলায় পরেছি দেখো , এইবার দাও অপমান
আর তর্ক করব না, আর যুক্তি সাজাবো না আমি
এসো, হাত ধরো, মেনে নাও

কোন মূর্খ হতে চায় নিজেরই সে প্রেমের সমান?

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *