poem-uriye-debar-somoy

উড়িয়ে দেওয়ার সময়
দেবাশিস চৌধুরী


যেন এখন আমার সবকিছুকেই উপেক্ষা করার সময়।
কত দিন কত রাত, ছেঁড়া কাঁথার মতো
পড়ে থাকে ঘরের এক কোণে……
এক ফোঁটা চোখের জল ও আসেনা আজকাল,
একটা জীবন্ত সমুদ্র কেমন করে যেন ফ্রেমবন্দি,
দেওয়াল শুধু নীরবে হাতছানি দিয়ে ডাকে।

জ্যোৎস্নায় গলে যাওয়া রাতে আরামকেদারায় বসি।
চাঁদ চুরি করে নেয় মেঘ
আবার চাঁদ আসে, আবার জ্যোৎস্না আসে,
পৃথিবী গলতে থাকে আইসক্রিমের মতো……
গলে যায় জন্ম, গলে যায় মৃত্যু
তবুও এই সবকিছুই যেন অবহেলা করার সময়।

অচেনা যুবতী রাতের ইস্পাত-স্পর্শে কেঁদে ওঠে।
শহর জোড়া বিজ্ঞাপনের দূষণ
শব্দের মরচে ধরা শৃঙ্খল ভেঙে এগিয়ে যাও তুমি,
পিছনে পড়ে থাকে স্বপ্নের ভেজা কফিন
এঘরে ওঘরে ঘুরে বেড়ানো কিছু স্মৃতি……
আমি বসে থাকি অন্ধের মতো, বোবার মতো।

অনন্তকাল আমি শুধু আলুথালু বসে থাকবো
এই আমার কাজ……
এদিকে, চাঁদ আসুক ফিরে ফিরে, জ্যোৎস্না… সে ও
আর পৃথিবী গলতে থাক আইসক্রিমের মতো।

যেন এখন আমার সবকিছুকেই উড়িয়ে দেওয়ার সময়।।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *